আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে মনোনয়নপ্রত্যাশী ডা. ইয়াসির আরশাদ রাজনের অনুসারীরা।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে রামকৃষ্ণপুরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিল ও ডা. ইয়াসির আরশাদ রাজনকে প্রার্থী ঘোষণার দাবিতে নানা স্লোগান দেন।
এ সময় লালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে ডা. ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দিতে হবে।”
ওই মশাল মিছিল প্রসঙ্গে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ডা. ইয়াসির আরশাদ রাজনের বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি।
এফপি/অ