নরসিংদীর বেলাব উপজেলায় ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র করতে গেলে রোহিঙ্গা যুবক'সহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নির্বাচন অফিসে ছবি তোলার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রোহিঙ্গা যুবক আব্দুল্লা ওরফে ওমর ফারুক (২২), মৃতঃ অহিদুল্লাহর ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৭) ও মজিবুর রহমানের ছেলে মোঃ মাহফুজুর রহমান মাছুম (৪৫)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আব্দুল্লা মিয়া নামে পরিচয় দিয়ে এনআইডির আবেদন করতে আসেন ওই যুবক। তিনি বাবার নাম মোঃ মাহফুজুর রহমান মাছুম ও মায়ের নাম লতিফা বেগম উল্লেখ করে আমলাব ইউনিয়নের রাজারবাগ এলাকায় নিজেকে স্থানীয় বাসিন্দার বলে দাবি করেন। এ সময় তিনি জন্ম সনদ, নাগরিকত্ব সনদপত্র, চোকিদারি রশিদ'সহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। তবে কর্মকর্তাদের সন্দেহ হলে নথি যাচাইয়ের সময় দেখা যায়, তার জমা দেওয়া জন্মসনদ ও কথাবার্তায় অসংগতি রয়েছে।বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।
পরে জানা যায়, মায়ানমার দেশের মংডু জেলার মংডু থানার চাইলী গ্রামের নবী হোসেনর ছেলে। তিনি কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মূলত মিয়ানমারের নাগরিক।
বেলাব উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, বুধবার এনআইডি কার্ডের ছবি তোলার সময় এক যুবককে সন্দেহ হলে তাকে আটক করি। পরে তিনি নিজেই রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন। তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ওমর ফারুক নামে ভূয়া জাতীয় পরিচয় পত্র করতে আসা রোহিঙ্গা যুবক'সহ তিনজনকে আটক করি। তাদের বিরোদ্ধে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০২৪ এর ১৮/২৩(২) দারায় মামলা রজু করা হয়েছে। যার মামলা নং ২১।অধিকতর জিজ্ঞেসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদলতে প্রেরণ করা হয়েছে।
এফপি/অ