Dhaka, Thursday | 13 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 13 November 2025 | English
রোজার পণ্য বাকিতে আমদানির সুযোগ
গণভোটে যে ৪ প্রশ্ন থাকবে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই, গণভোটের পথ উন্মুক্ত
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, শৈত্যপ্রবাহের আভাস
শিরোনাম:

২০১৪ ব্যাচের মিলনমেলার বেঁচে যাওয়া টাকায় ছিন্নমূলদের খাবার বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম  (ভিজিটর : ২)

এসএসসি ২০১৪ ব্যাচের টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের মিলনমেলায় বেঁচে যাওয়া টাকায় ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে টেকনাফের সদরসহ বিভিন্ন এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করেন ওই ব্যাচের শিক্ষার্থীরা।

এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী বদিউর রহমান বলেন, “গত ৮ নভেম্বর আমরা টেকনাফ উপজেলার এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুরা প্রথমবারের মতো মিলিত হয়েছিলাম। অনুষ্ঠান শেষে কিছু অর্থ অবশিষ্ট থাকে। সেই টাকায় আমরা সিদ্ধান্ত নেই সমাজের ছিন্নমূল ও ভাসমান মানুষের পাশে দাঁড়ানোর। এই সামান্য উদ্যোগ আমাদের সবার জন্য আনন্দের এবং অনুপ্রেরণার।”

আরেক শিক্ষার্থী রবিউল আলম বলেন, “বন্ধুত্বের এই বন্ধন শুধু এক দিনের নয়। আমরা চাই প্রতি বছর এমন পুনর্মিলনী আয়োজন অব্যাহত থাকুক, যাতে সবাই মিলে সমাজের জন্য আরও ইতিবাচক কিছু করতে পারি।”

স্থানীয় সাংবাদিক জাকারিয়া আলফাজ বলেন, “এ যেন বন্ধুত্বের মিলন থেকে মানবতার এক উজ্জ্বল বার্তা। নিজেরা আনন্দ ভাগ করে নেওয়ার পরও সমাজের অনাহারী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার যে উদ্যোগ তারা নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই মানবিকতা আগামী প্রজন্মের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝