বাগেরহাটের মোল্লাহাটে আলহেরা এগ্রো ফার্মের পাহারাদারের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার দের বোয়ালিয়া (হালমপুর) এলাকায় আলহেরা এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।
ফার্মের পাহারাদার মিন্টু ফকির ও তার স্ত্রী সাহিদা বেগম জানান, তারা আল হেরা এগ্রো ফার্মে পাহারা দেন এবং পাশাপাশি সবজি বিক্রির ব্যবসা করেন। তাদের ঘরে ব্যবসার নগদ এক লাখ টাকা ও বিভিন্ন কাগজপত্র ছিল। সন্ধ্যার সময় তারা বাইরে থাকাকালে চিহ্নিত চোরেরা ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে সবকিছু তছনছ করে নগদ টাকা ও কাগজপত্র নিয়ে যায়।
পাহারাদার মিন্টু ফকির ও তার স্ত্রী সাহিদা আরো বলেন, “আমরা গরীব মানুষ, এই ফার্মে পাহারা দিয়ে ও সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করি। এক লাখ টাকা চুরি হয়ে যাওয়ায় আমরা চরম সঙ্কটে পড়েছি।” তারা আরও অভিযোগ করেন, চিহ্নিত চোরেরাই এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এগ্রো ফার্মের প্রোপ্রাইটর মো. শহিদুল্লাহ বলেন, “ঘটনার বিষয়ে আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এর আগেও এই ফার্মে চুরির ঘটনা ঘটেছে। এলাকায় চিহ্নিত কয়েকজন চোর রয়েছে, যারা মাদক সেবন, বিক্রি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে জড়িত।”
ঘটনার রাতেই মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/অ