Dhaka, Thursday | 13 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 13 November 2025 | English
রোজার পণ্য বাকিতে আমদানির সুযোগ
গণভোটে যে ৪ প্রশ্ন থাকবে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই, গণভোটের পথ উন্মুক্ত
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, শৈত্যপ্রবাহের আভাস
শিরোনাম:

ঢাকায় আসছেন ২ ফুটবল কিংবদন্তি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:১০ পিএম  (ভিজিটর : ৪)

বাংলাদেশে আসছেন দুই মহাদেশের দুই ফুটবল কিংবদন্তি—ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে’ যোগ দেবেন তারা।

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেটুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সেখানে কাফুর পাশাপাশি উপস্থিত থাকবেন ক্যানিজিয়া—দুই দেশের ফুটবল ঐতিহ্যের এক অনন্য প্রতীক হিসেবে।

আয়োজক এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই দুই কিংবদন্তির আগমন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সতীর্থ। ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। অন্যদিকে, ব্রাজিলের কাফু ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন এবং ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন।

‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’-এ অংশ নেবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ক্লাব ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের একটি বাছাইকৃত দল। এছাড়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি বয়সভিত্তিক দল গঠন করবে, যারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে লাতিন তারকাদের বিপক্ষে।

এক ভিডিও বার্তায় ক্যানিজিয়া বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে বলেন, হ্যালো বাংলাদেশ! আমি ক্লদিও ক্যানিজিয়া। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি শিগগিরই ১১ ডিসেম্বর এএফবি লাতিন-বাংলা সুপার কাপে তোমাদের সঙ্গে দেখা হবে এবং একসঙ্গে উপভোগ করব।

এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কর্ণধার এমডি আসাদুজ্জামান বলেন, ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি এই টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের দর্শকরা প্রথমবারের মতো কাছ থেকে দেখতে পাবেন এই দুই কিংবদন্তিকে।

আয়োজকরা মনে করছেন, কাফু ও ক্যানিজিয়ার আগমন শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝