অভিমানে জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ড সিরিজের আগে আবারও তাকে টেস্ট অধিনায়ক করা হয়। নেতৃত্ব ফিরেই শান্ত হাঁকালেন সেঞ্চুরি। আজ বৃহস্পতিবার সিলেট টেস্টের তৃতীয় দিনে ১১২ বলে ১৪ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এর আগে ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ৫৩ বলে টেস্ট ক্যারিয়ারে ১৯তম ফিফটি তুলে নেন লিটন দাস। এরপর বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি। ম্যাথ্যু হামফ্রিজের ফুলার লেন্থের বলটি চালিয়ে খেলেছিলেন লিটন, অনেকটা দৌড়ে গিয়ে লং অনে দারুণ ক্যাচ নেন হ্যারি টেক্টর। ৬৬ বলে ৮ চার ১ ছক্কায় ৬০ রানে থামে লিটনের ইনিংস।
আজ দিনের দ্বিতীয় ওভার করতে এসেই আঘাত হানেন ম্যাকব্রাইন। তার অফ স্টাম্পের বাইরে খাটো লেন্থের ডেলিভারিতে কিছু না বুঝেই ব্যাট চালিয়ে দেন মাহমুদুল। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় কিপারের গ্লাভসে। এরই সঙ্গে শেষ হয় তার ২৮৬ বলে ১৪ চার এবং ৪ ছক্কায় গড়া ১৭১ রানের দারুণ ইনিংসটি, যা তার ক্যারিয়ারসেরা।
আরেক অপরাজিত ব্যাটার মুমিনুল হকও বেশিক্ষণ টেকেননি। গতকাল ৮০ রানে অপরাজিত ছিলেন। আজ আর দুই রান যোগ করে সেই ম্যাকব্রাইনের করা হঠাৎ লাফিয়ে ওঠা একটি বলে ব্যাট চালিয়ে দেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। ১৩২ বলে ৫ চার ২ ছক্কায় ৮২ রানে থামেন মুমিনুল।
এফপি/অ