যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সরকার ঘোষিত ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' ও ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (০৮ জুলাই) বিকাল ৪ টায় ভিসি সচিবালয়ের সভাকক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভোস্ট পরিষদের আহবায়ক, সিনিয়র শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং বিভিন্ন ইনস্টিটিউট ও দফতরের পরিচালকবৃন্দ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করা হবে। তিনি নির্ধারিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান।
উল্লেখ্য, এ বিষয়ে শীঘ্রই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।
এফপি/এমআই