গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় এসএসসি ও এইচএসসি সমমান ২০২২-২৩ পরীক্ষায় উত্তীর্ণ সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এসইডিপি মাধ্যমিক, উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা হলরুমে অনুষ্ঠানে খন্দকার নিজামুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যালয়ের কর্মকর্তা মাহফুজা বেগম।
এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুনমুন পাল। আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি জেলা ট্রেনিং কর্ডিনেটর পিযুষ কুমার রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিউলি হালদার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর গবেষণা কর্মকর্তা রফিকুল ইসলাম, কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক নুর আলম তালুকদার-সহ বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
এফপি/রাজ