রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে তানিয়া আক্তার বুলু (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বরিশাল মেট্রোপলিটন এলাকার রায়পুরা গ্রামের দুলাল সরদারের মেয়ে।
সোমবার (২৪ জুন) বিকাল ৫টার দিকে বাড়িওয়ালা ওই তরুণীকে না পেয়ে খোঁজ শুরু করেন। এরপর সন্ধ্যা পৌনে সাতটার দিকে যৌনপল্লীর আমজাদ মন্ডলের বাড়িতে তার নিজ কক্ষের ভাড়া রুমের ওয়্যারড্রোবের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি সাদা চার্জার কেবল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গলায় চার্জার কেবল পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
আবু রাসেল বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই আমরা সন্দেহ করছি। নিহতের গলায় চার্জার কেবলের দাগ রয়েছে এবং লাশটি একটি আলমারির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছি। অল্প সময়ের মধ্যেই প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এফপি/এমআই