খুলনায় দিনমজুর নারী মনোয়ারা বেগম সুপ্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১ টার দিকে কেডিএ ময়ুরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবণের বাথরুম থেকে তার পচা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। মৃত ওই নারী ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি মোস্তর মোড়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন।
গ্রেপ্তারকৃতরা হল, ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা এবং শিল্পী।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে পুলিশ ময়ুরী আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফের বাড়ির পাশে একটি নির্মাণাধীণ বাড়ির বাথরুম থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে সুপ্তির লাশ পাওয়া যায়।
এ ঘটনার পরপর পুলিশের অভিযান জোরালো হয়। তাদের তৎপরতায় প্রথমে ইউসুফ ও পরে বাকীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ইউসুফকে গ্রেপ্তারে আমাদের পুলিশ বিশেষ অভিযান চলাকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে উল্লেখিত আসামিদের গ্রেপ্তার করা হলে তারা স্বীকারোক্তি দেয়। মৃত ওই নারী ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা।
জীবিকার প্রয়োজনে তিনি মোস্তর মোড়ে একটি ভাড়াবাড়িতে বসবাস করতেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি। তবে তার কাছে কিছু টাকা ছিল সেই টাকা অথবা ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। এদের বিরুদ্ধে মৃত নারীর ছেলে শাহ জামাল সর্দার সজল বাদী থানায় মামলা দায়ের করেছেন।
এফপি/অআ