Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

দুর্গাপূজা উপলক্ষ্যে কেসিসির অনুদান

প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৬ পিএম  (ভিজিটর : ৬১)

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকার ৭৪টি পূজা মণ্ডপে মোট ৬ লাখ ৮৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। তিনি মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, “উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পূজা কমিটি গঠন করে সব মণ্ডপ পরিদর্শন করবেন। নিরাপত্তার স্বার্থে প্রবেশ ও বের হওয়ার পথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। এছাড়া, প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো পরিচ্ছন্ন করা এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে।”

চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, নগরীর প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে বলে কেসিসি সূত্রে জানা গেছে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝