Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে অজ্ঞাত সাধারণ মানুষ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২২ এএম  (ভিজিটর : ৫৪)

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নেওয়া মোবাইল ফোনে চিকিৎসাসেবা কার্যক্রম মোরেলগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন কার্যত অচল। স্থানীয় জনগণের অধিকাংশই জানেন না এই সেবার কথা। প্রচার-প্রচারণার অভাবে এই গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগটি সাধারণ মানুষের কাছে অজানাই রয়ে গেছে।

২০০৯ সালের মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ৪১৮টি জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ ও জরুরি সেবা দেওয়ার কার্যক্রম চালু হয়। প্রতিটি কমপ্লেক্সে একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ দেওয়া হয়, যার মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ দেওয়া কথা।

সরকারের নির্দেশনা অনুযায়ী নম্বরটি জরুরি বিভাগে দৃশ্যমান রাখা এবং বিভিন্ন মাধ্যমে প্রচার করার কথা থাকলেও মোরেলগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই নির্দেশনা মানা হয়নি। উপজেলা সদরের বাসিন্দা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.ফিরোজ তালুকদার বলেন,তিনি এই মোবাইল স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে কখনো শুনেননি। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন কোনো তথ্যও চোখে পড়ে না বলে জানান তিনি। তার মতে, এই সেবা প্রচার না হওয়ায় সাধারণ মানুষ জানে না এবং কোনো কাজে লাগছে না।

মোরেলগঞ্জউপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল বলেন, তিনি দীর্ঘদিন উপজেলা সদরে বসবাস করলেও মোবাইলে চিকিৎসাসেবার বিষয়ে কখনো অবহিত হননি। তার মতে, সেবাটি সম্পর্কে গ্রামীণ জনপদের মানুষ আরও অন্ধকারে আছে। তিনি বিষয়টিকে প্রচারণার সম্পূর্ণ ব্যর্থতা হিসেবে দেখেন।

মোরেলগঞ্জউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম  জানিয়েছেন, মোবাইলে চিকিৎসাসেবা কার্যক্রম মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো চালু রয়েছে। প্রতিদিন যে চিকিৎসক দায়িত্বে থাকেন, তাঁর কাছেই মোবাইল ফোনটি থাকে। তবে ডাক্তার সংকটের কারণে অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না বলে জানান তিনি।

একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, যেসব নির্দেশনা মোতাবেক নম্বরটি জনগণের সামনে টাঙিয়ে রাখার কথা এবং জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মাধ্যমে প্রচারের কথা বলা হয়েছে, তার কিছুই কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি। বরং সেই মোবাইল নম্বরটি কখনো কখনো শুধু স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ কাজে ব্যবহৃত হচ্ছে।

স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ সঠিকভাবে বান্তবায়ন করতে হলে প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে মোবাইল নম্বরটিকে দৃশ্যমান স্থানে প্রদর্শন, ডাক্তার সংকট দূরকরণ এবং ফোন রিসিভ নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা চালু করা জরুরি। সরকারের একটি জনকল্যাণমুখী উদ্যোগ শুধু প্রচার ও ব্যবস্থাপনার অভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকছে এমন চিত্রই উঠে এসেছে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবতায়।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝