Dhaka, Wednesday | 3 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 3 September 2025 | English
জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য জরুরি: রিজওয়ানা হাসান
কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেফতার
অনলাইনে নাগরিক সেবা দিতে ইউএনও চালু করলেন লোহাগাড়া ডট কম
ফেব্রুয়ারি নির্বাচনে অনিশ্চয়তা; রাজনৈতিক দলগুলোর বিভক্তি বাড়াচ্ছে সংকট
শিরোনাম:

নকলায় ৩-০ গোলে বিবাহিতদের হারাল অবিবাহিতরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৫১ পিএম  (ভিজিটর : ৬২)

শেরপুরের নকলায় সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এবং ঈদ আনন্দকে অধিক উপভোগ্য করার উদ্দেশ্যে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার পাইস্কা এলাকাস্থ মিনি স্টেডিয়ামে পাইস্কা স্মার্ট পল্লী নির্মাণ সংঘ-এর উদ্যোগে এবং এস.কে নেটওয়ার্ক এর সহযোগিতায় এলাকাবাসীর সার্বিক তত্বাবধানে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে অবিবাহিত একাদশ ৩-০ গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে।

আয়োজকরা জানান, সমাজ থেকে কৌশলে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ ধমনের লক্ষ্যে প্রায়শই এধরনের খেলার আয়োজন করেন তারা। এতেকরে সামান্য হলেও সমাজ থেকে আস্তে আস্তে অপরাধ নির্মূল হচ্ছে বলে তারা আশা ব্যক্ত করেন। এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখতে এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকগন। পাইস্কা স্মার্ট পল্লী নির্মাণ সংঘের নেতৃবৃন্দরা বলেন, দেশের প্রতিটি এলাকায় প্রায়শই এধরনের প্রীতি খেলার আয়োজনের মাধ্যমে সমাজ থেকে ধীরে ধীরে সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে পুরষ্কার হিসেবে ট্রফি তুলেদেন। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়ামোদী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উৎসুক জনতা, বিভিন্ন বয়স ও শ্রেণির অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝