গত মাসে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার ছোটরাও অর্জন করলো সেই যোগ্যতা। আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবেন সাগরিকা-তৃষ্ণারা।
আজ নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে (১-৬) যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলার সুযোগ হারায় বাংলাদেশ। তবে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে চীনের কাছে ৮-০ গোলে লেবানন হেরে যাওয়ায় সেরা তিন রানার্স আপ দলের একটি হয়ে মূলপর্বে খেলা নিশ্চিত হয়েছে আফঈদাদের।
বাংলাদেশসহ ছয়টি দলের পয়েন্ট ছিল ৬। তবে এর মধ্যে হংকং আর ইরানের সুযোগ শেষ হয়ে গেছে তাদের গোলগড়ের জন্য। জর্ডান ও চাইনিজ তাইপের খেলা আজ রাতে। তাদের সঙ্গে বাংলাদেশ সেরা তিনে থেকে শেষ করবে টুর্নামেন্ট। সম্ভাবনা ছিল লেবাননের, যদি তারা চীনের সঙ্গে ড্র করতে পারতো। কিন্তু চীনের কাছে বড় ব্যবধানে হেরে গিয়ে সেই সুযোগ হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
আর এতেই বাংলাদেশ প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১২ দেশের এই বয়সভিত্তিক প্রতিযোগিতায় স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও খেলা নিশ্চিত হয়েছে উত্তর কোরিয়া, ভারত, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।
এফপি/এমআই