সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (১৫ জুলাই) ইতিহাস গড়ল বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ। কারণ, এক ম্যাচই অনুষ্ঠিত হলো দুই ভিন্ন মাঠে! আর ঘটনাবহুল সেই ম্যাচেই হ্যাটট্রিক করে নায়ক হয়ে উঠলেন বাংলাদেশের শান্তি, যার দুর্দান্ত নৈপুণ্যে ৪-১ গোলে জয় পায় লাল-সবুজের মেয়েরা।
সকালে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ ছিল কর্দমাক্ত। এরপরও দুপুরে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয় মূল মাঠেই। কিন্তু প্রথমার্ধ শেষ হতেই দেখা দেয় বড় বাধা—মাঠ অনুপযোগী হয়ে পড়ে খেলার জন্য।
প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ম্যাচের দ্বিতীয়ার্ধ গড়ায় পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে। বিকেল সাড়ে ৫টার দিকে ম্যাচ কমিশনার আনসার আসিফ ও গ্রাউন্ডসম্যানদের পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হয় দ্বিতীয়ার্ধ।
এই নাটকীয় ম্যাচেই গোল উৎসবে মাতে বাংলাদেশ। শান্তির হ্যাটট্রিক এবং আরেকটি গোল মিলিয়ে ভুটানকে ৪-১ গোলে হারায় মেয়েরা। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।
বিশ্ব ফুটবলে এমন ঘটনা বিরল—একটি ম্যাচ শুরু হচ্ছে এক মাঠে, আর শেষ হচ্ছে অন্য মাঠে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এই ব্যতিক্রমী অভিজ্ঞতার অংশ হয়ে গেল বাংলাদেশ। তবে মাঠ বদল হলেও বাংলাদেশের ছন্দে কোনো ভাটা পড়েনি।
শান্তির হ্যাটট্রিকের মাধ্যমে পাওয়া এই জয় লাল-সবুজ শিবিরে জোগাল বাড়তি আত্মবিশ্বাস, আর বাংলাদেশের ফুটবল ইতিহাসে যুক্ত হলো এক নতুন গল্প।
এফপি/এমআই