ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বালু বোঝাই একটি ট্রাকচাপায় নাসরিন সুলতানা (৪২) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার ভাটই বাজারের তেলপাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় স্কুলশিক্ষক আমিরুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেলে স্বামী আমিরুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে বাজার শেষে বাড়ি ফিরছিলেন নাসরিন। ভাটই বাজারের তেলপাম্পের কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি বালুভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাসরিন সুলতানা রাস্তায় ছিটকে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার স্বামী আমিরুল।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আহত আমিরুলকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শিক্ষিকার মরদেহ চরমভাবে বিকৃত হয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে আপত্তি জানানো হয়। পরে প্রশাসনের অনুমতিক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত নাসরিন সুলতানার এক মেয়ে এবছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে এবং ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ছে। মায়ের এমন আকস্মিক মৃত্যুতে দুই সন্তান ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নাসরিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় শিক্ষক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা পোস্ট করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)। ঘাতক ট্রাক ও চালককে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
এফপি/রাজ