জামালপুরের মাদারগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুর এর ব্যবস্থাপনায় ও মাদারগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক এ এফ এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ, মাদারগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রকিব হাসান লিটন, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা জাহান, সরিষাবাড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আন্নু মিয়া, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারক জহরুল ইসলাম ও হাফেজ আব্দুল মোত্তালিব সেলিম প্রমুখ।
এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনার বিষয় ছিল জনসচেতনা বৃদ্ধি করা ব্যতিত দুর্নীতি নির্মূল করা কোনক্রমেই সম্ভব নয় ও দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্থ হওয়ার মূল কারণই দুর্নীতি।
এতে চুড়ান্ত পর্বে বিজয়ী হয় বালিজুড়ী রওশন আরা সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহজাবিন মোবাশ্বিরা।
পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও ম্যাডেল প্রদান করা হয়। এসময় দ্য ফিনান্সিয়াল পোস্ট ইংরেজি দৈনিকের মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি আকন্দ সোহাগ, দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমান আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।
এফপি/এমআই