টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে আয়োজিত ৫ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমার সমাপ্তি হবে।
তিনি বলেন, আসন্ন বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এ জোড় ইজতেমা শুরু হয়। আগামীকাল সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমাটির সমাপ্তি ঘোষণা করা হবে।
রায়হান জানান, এবারের জোড় ইজতেমার মাঠ থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে বের হবে। তারা আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতি নেবেন। অন্যরা নিজ নিজ মহল্লা বা জেলায় ফিরে গিয়ে জোড় প্রস্তুতির মেহনত শুরু করবেন।
তিনি আরও বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী ‘পুরানদের জোড়ের’ ৪০ দিন পর টঙ্গীর মূল ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, আসন্ন জাতীয় নির্বাচনের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের ইজতেমা নির্বাচন- পরবর্তী সময়ে আয়োজিত হবে।
এফপি/জেএস