জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে পৌর শহরের জোনাইল বাজারের উত্তরপাশে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত জামায়েত নেতা হলেন জোনাইল পূজাঘাঁটি এলাকার বাসিন্দা ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা গেছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত ৷ এতে সেমিপাকা ঘরসহ আসবাবপত্র মিলে ১৬-১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত জামায়াতের নেতা।
তিনি বলেন,আমি একটি বেসরকারি হাইস্কুলে চাকুরি করি৷ দুপুর ২টার দিকে আমার কাছে স্ত্রী ফোন দিয়ে জানায় বাড়িতে আগুন লেগেছে। আমি আসতেই দেখি আমার বাসার ২ রুমে থাকা সকল আসবাবপত্র পত্র পুড়ে ছাই হয়ে গেছে৷ আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে কোনমতে প্রাণ নিয়ে রুমে থেকে বের হতে পেরেছেন। স্ত্রীর কাছে শুনলাম বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত৷ প্রতিবেশী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন বলেন, আমি আগুন লাগার খবর শুনার সাথে সাথে ফায়ার সার্ভিস স্টেশনকে কর্তৃপক্ষ জানানোর ৮ মিনিট পরেই তারা ঘটনাস্থলে আসেন কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে ৷
পরিবারটি খুবই অসহায়। সরকার তাদের সহযোগিতার হাত বাড়ালে পরিবারটির উপকার হত। অগ্নিকাণ্ডের খবরে ছুটে আসেন পৌর জামায়াতের আমীর মাওলানা আতিকুর রহমান সেলিম। তিনি দল থেকে ক্ষতিগ্রস্ত ওই নেতার পাশে থাকার আশ্বাস দেন।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুপুর ২.৫ মিনিটে আগুন লাগার খবর পাই ৷ আমাদের স্টেশন থেকে ঘটনাস্থল অতি নিকটে হওয়াই ৫ মিনিটের মধ্যে ফাযার সার্ভিসের একটি টিম সেখানে পৌছায় ৷এরপর আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু ততক্ষণে বাসা ও ২ রুমের ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই গেছে।
এফপি/জেএস