সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। রবিবার (৩০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপি ছাড়ার ঘোষণা দেন তিনি।
অন্যদিকে দলটির ছাত্র সংগঠন জাতীয় যুব শক্তি'র রাঙ্গামাটি জেলার সংগঠক সর্বজিৎ চাকমাও দল ছাড়ার ঘোষণা দিয়েছেন ফেসবুকে। রবিবার রাতে তিনিও “রাজনৈতিক বিদায় বক্তব্য” শিরোনামে এক পোস্টে এই ঘোষণা দেন।
ফেসবুকে বিপিন জ্যোতি চাকমা লিখেছেন, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো। অন্যদিকে সর্বজিৎ চাকমা লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি' একজন কর্মী ও সংগঠক হিসেবে কাজ করেছি। ছাত্র, সমাজ ও দেশের কল্যাণে নিজের সর্বোচ্চ শ্রম ও সময় দেওয়ার চেষ্টা ছিল সবসময়।
কিন্তু গত কিছুদিন ধরে শারীরিক দুর্বলতা ও মানসিক চাপ একইসাথে আমাকে গভীরভাবে বিপর্যস্ত করে তুলেছে। শরীরের শক্তি কমে যাওয়া, দীর্ঘসময় কাজ করতে না পারা, ক্লান্তি ও অসুস্থতার মতো বিষয়গুলো আমার দৈনন্দিন জীবন ও সাংগঠনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। একইসাথে মানসিক স্বাস্থ্যের অবনতি আমার চিন্তা- চেতনা, কাজের গতি এবং ব্যক্তিগত শান্তিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
আজ থেকে কোনো রাজনৈতিক সংগঠনের সিদ্ধান্ত বা কার্যক্রমে আমার কোনো দায় বা সম্পৃক্ততা থাকবে না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্র শক্তি সংগঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত, নির্দেশনা বা ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমি দায়বদ্ধ নই।
এফপি/জেএস