মুন্সীগঞ্জে নব যোগদানকৃত পুলিশ সুপার মো: মেনহাজুল আলম (পিপিএম) মুন্সীগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মুন্সীগঞ্জে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় দায়িত্ব পালনে এসেছেন তিনি। নির্বাচনকালীন সময়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ভূমিকা পালন করবে জেলা পুলিশ। তিনি বলেন জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা থাকবে শতভাগ নিরপেক্ষ। এছাড়া মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন তিনি।
এ মতবিনিময় সভায় সাংবাদিকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিক্রি, যানজট সমস্যা নিরসন কতিপয় পুলিশ এর কর্তব্য অবহেলা নদী পথে ও ঢাকা- মাওয়া এবং ঢাকা- গজারিয়া মহা সড়কে মাদক পরিবহন ও চাঁদাবাজিসহ নানা সমস্যা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপারের কাছে তার দায়িত্ব কালীন সময়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন রশীদ, মো. ফিরোজ কবির, মোঃ কামরান হোসাইন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাছির উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক সুজন হায়দার জনিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
এফপি/জেএস