নওগাঁর মান্দায় টিনের ছাউনি কেটে পাঁচ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের অভিযোগ চোরেরা তাদের দোকান থেকে ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জোতবাজারে চুরির এ ঘটনা ঘটে।
চোরেরা সুভাষ চন্দ্র পালের মা-লতা জুয়েলার্স থেকে ৫ লাখ টাকা গহনা, মনোয়ার হোসেন হীরোর মরিয়ম টেলিকম থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, আশরাফুল ইসলামের (বিকাশ এজেন্ট) আঁখি টেলিকম থেকে ২ লাখ টাকা, শরীফ ফার্মেসি থেকে ৫০ হাজার টাকা এবং রতন কুমার দাসের সাগর ডেন্টাল কেয়ার থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়।
মা-লতা জুয়েলার্সের মালিক সুভাষ চন্দ্র পাল বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে দোকানঘর বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার সকাল দোকানঘর খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারি। দোকান থেকে স্বর্ণ ও রূপার অন্তত ৫ লাখ টাকার গহনা খোয়া গেছে।
আঁখি টেলিকমের মালিক আশরাফুল ইসলাম বলেন, ৬ জন নৈশপ্রহরী প্রতিরাতে বাজার পাহারা দেয়। পাহারা থাকাবস্থায় ৫টি দোকানে চুরির ঘটনাটি রহস্যজনক।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে। খোয়া যাওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফপি/রাজ