চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওযার্ডস্থ গৌড়স্থান এলাকায় রাজমিস্ত্রি জহির উদ্দীন হত্যা মামলার এজাহানামীয় ২নং পলাতক আসামি সাহাব উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।
২৫ জুলাই ভোরে চট্টগ্রাম শহরস্থ মাদারবাড়ি এলাকার থানা পুলিশ ও র্যাব বাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত সাহাব উদ্দীন ওই এলাকার মৃত সোলায়মানের পুত্র। আটককৃত আসামির স্বীকারোক্তিমতে মামলার ১নং আসামি তার আপর ভাই নাজিম উদ্দীনের বসতবাড়ি সংলগ্ন ঝোঁপের ভেতরে হত্যাকাণ্ডে ব্যবহৃত অত্যাধুনিক একটি চাকু উদ্ধার করা হয়েছে। আসামি নাজিম উদ্দীন বর্তমানে পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই রাজমিস্ত্রি নিহত জহির উদ্দীন তাঁর পাওনা টাকা চাইতে গিয়ে উল্লেখিত ২ আসামির হামলায় ছুরিকাহত হন। এতে তিনি গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইখানে ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে থানায় নিয়মিত হত্যা মামলা রুজু হওয়ার পর থেকে ঘাতক ২ সহোদর গা ঢাকা দিয়ে আত্মগোপনে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময়ে আইনের ফাঁদে আটকা পড়ে ঘাতক সাহাব উদ্দীন।
এ প্রসঙ্গে থানার ডিউটি অফিসার এস.আই সিরাজুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে আটককৃত জহিত হত্যা মামলার পলাতক আসামি সাহাব উদ্দীনকে আদালতে প্রেরণ করা হয়েছে
এফপি/রাজ