কাজ যা করার প্রথমার্ধেই করেছে মেয়েরা। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় বাংলাদেশ খেলেছে ৯০ মিনিট শেষ করার লক্ষ্য নিয়ে। তুর্কমেনিস্তানের মেয়েদের নিয়ে ছেলেখেলা যা করার শুরুতে করেছেন ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। মিয়ানমারের থুয়ান্না স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ তুকিমেনিস্তানকে বাংলাদেশ হারিয়েছে ৭-০ গোলে।
বাংলাদেশের জন্য ম্যাচটি নিয়মরক্ষার। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে ফেভারিট হয়েই নেমেছে বাংলার মেয়েরা। ঋতুপর্ণা-মনিকারা শুরু থেকে ফেভারিটের মতো খেলেছে। প্রথমার্ধে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে তারা। ৭ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।
সেটপিসে হওয়া আক্রমণ থেকে তৃতীয় মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন স্বপ্না রাণী। ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকানোর সাধ্য ছিল না তুর্কমেনিস্তান গোলরক্ষকের। ৬ মিনিটে শামসুন্নাহারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন শামসুন্নাহার।
১৬ মিনিটে মনিকা চাকমা এবং ১৮ মিনিটে ঋতুপর্ণা চাকমা গোল দিলে ব্যবধান দাঁড়ায় ৫-০ গোলে।
তুর্কমেনিস্তান তাদের গোলরক্ষককে সাব করলেও এরপর হজম করে দুই গোল। ২১ মিনিটে বামপ্রান্ত থেকে ঋতুর বাড়ানো ক্রসে দলের ষষ্ঠ গোলটি করেন তহুরা খাতুন।
ছয় গোলের বিশাল লিড বাংলাদেশকে নিয়ে যায় তুর্কমেনিস্তানের ধরাছোঁয়ার বাইরে।
বিরতির পর বাংলাদেশ নামবে উৎসবে আরও গোল যোগ করতে। ৪১ মিনিটে মনিকা কর্ণার থেকে বল পেয়ে অসাধারণ এক ক্রস করেন ঋতু। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড, দলের পক্ষে সপ্তম।
এফপি/এমআই