রাঙামাটিতে জাপান ফুটবল এসোসিয়েশন অনুর্ধ ১৪ ওমেন্স ফুটবল ডেভলপমেন্ট প্রোগ্রাম টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার বিকালে চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ জুনাইদ উদ্দীন শাহ চৌধুরী।
রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বরুন বিকাশ দেওয়ানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্ভাবনাময় রাঙামাটি থেকে অনেক ফুটবলার জাতীয় নারী দলে খেলছে। আগামীতেও আরো অনেক নারী ফুটবলার রাঙামাটি থেকে উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় রাঙামাটি জেলা নারী দলের মুখোমুখি হয় ফেনী জেলা নারী দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাপান ফুটবল এসেসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টে রাঙামাটি, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, কক্সবাজার মোট ৬টি জেলা অংশ নিচ্ছে।
এফপি/রাজ