Dhaka, Monday | 11 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 11 August 2025 | English
পেকুয়ায় ছুরিকাঘাতে হত্যা, আটক ৩
কক্সবাজারে চাঁদাবাজদের কঠোর হুশিয়ারি জেলা প্রশাসকের
ঋতুপর্ণাদের পথ ধরে এশিয়ান কাপের মূল পর্বে সাগরিকা-তৃষ্ণারা
মিথ্যা তথ্যে ‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছরের জেল
শিরোনাম:

ট্রেলারের ধাক্কায় দেয়াল ধসে শিশু নিহতের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:০৫ পিএম  (ভিজিটর : ১০১)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রেলারের ধাক্কায় দেয়াল ধসে শিশু সারাফাত (৫) নিহতের ঘটনায় চালকের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (০৯ জুলাই) সকাল ১১টায় হোসেন্দী ইউনিয়নের সর্বস্ত জনগণের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কে কিছুটা সময় যানজট সৃষ্টি হয়। এসময় পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরে জামালদী-হোসেন্দী সড়কের নেয়ামত শুকরিয়া মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। এ সময় ট্রেলার চালককে অবিলম্বে গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং জামালদী-হোসেন্দী সড়ক সংস্করণের দাবি জানান। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ কাসেমী, হোসেন্দী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মমিন হোসেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইপু প্রধান, হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ জুলাই সকালে জামালদী-হোসেন্দী সড়কের জামালদী সড়কে হাজী সিরাজুল হক স্কুল সংলগ্ন ট্রেলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে দুই শিশু গুরুতর আহত হয়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকাল ৪টার দিকে সারাফাত মারা যায়। নিহত সারাফাত জামালদী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। আহত জামিয়া একই গ্রামের বিল্লাহ হোসেনের মেয়ে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝