Dhaka, Wednesday | 6 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 6 August 2025 | English
মান্দায় বিএনপি’র বিজয় র‌্যালি ও সমাবেশ
১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: ড. মঈন খান
মতলব উত্তরে জুলাই আন্দোলনে ৭ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
জুলাই ঘোষণাপত্র পাঠের পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
শিরোনাম:

ফিফার বিরুদ্ধে ১ লাখ ফুটবলারের মামলা

প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:১৭ পিএম  (ভিজিটর : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পড়তে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আইনি ঝামেলায়। ডাচ ফাউন্ডেশন ‘জাস্টিস ফর প্লেয়ার্স’ (জেএফপি) ঘোষণা দিয়েছে, তারা ফিফা ও ইউরোপের পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে একটি বৃহৎ ক্লাস-অ্যাকশন মামলা দায়ের করতে যাচ্ছে। দাবি? গত দুই দশকে ট্রান্সফার নীতিমালার মাধ্যমে যেসব খেলোয়াড় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক।

২০২৪ সালের অক্টোবরে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ফিফার কিছু ট্রান্সফার নীতিকে অবৈধ ঘোষণা করে জানায়, এগুলো খেলোয়াড়দের মুক্ত চলাচলের অধিকার লঙ্ঘন করে এবং প্রতিযোগিতায় বাঁধা দেয়। এ রায়কে ভিত্তি করেই এবার আন্দোলনে নামছে জাস্টিস ফর প্লেয়ার্স।

জেএফপি জানায়, ২০০২ সাল থেকে বর্তমান পর্যন্ত ফিফার অনৈতিক ট্রান্সফার নীতির কারণে খেলোয়াড়রা গড়ে ৮% কম আয় করেছেন। এতে ইউরোপীয় ইউনিয়ন (ইউ) এবং যুক্তরাজ্যের প্রায় ১ লাখ পেশাদার ফুটবলার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি ফাউন্ডেশনটির।

এই মামলা করা হবে নেদারল্যান্ডসের মিডেন-নেদারল্যান্ড জেলা আদালতে। অভিযুক্তদের তালিকায় ফিফার পাশাপাশি রয়েছে নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ডেনমার্কের ফুটবল ফেডারেশন।

জেএফপির ভাষ্য, ‘ফিফার নীতিমালায় ক্লাবগুলো একচেটিয়া ক্ষমতা পেত—কোনো খেলোয়াড় কখন, কীভাবে দল ছাড়বে, তার সবকিছুই ক্লাবের হাতে বন্দী ছিল। এটা কার্যত এক ধরনের অকার্যকর 'নন-ট্রান্সফার' চুক্তি ছিল।’

তারা আরও জানায়, এই মামলা শুধু অর্থ আদায়ের জন্য নয়, বরং এটা আইনের শাসনের প্রশ্ন। তারা চায় খেলোয়াড়েরা যেন তাদের প্রাপ্য ন্যায্যতা ও ক্ষতিপূরণ পান।

এই প্রসঙ্গে আলোচনায় এসেছে প্রাক্তন রিয়াল মাদ্রিদ ও পিএসজি তারকা লাসানা দিয়ারার নামও। তিনি তার এক পুরোনো ট্রান্সফার নিয়ে যে আর্থিক ক্ষতির মুখে পড়েন—সেই উদাহরণও উঠে এসেছে মামলার নথিতে।

এই মামলা যদি খেলোয়াড়রা জিতে যায়, তবে তা ফিফার গঠনমূলক নীতিতেই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে—বিশেষ করে খেলোয়াড়দের অধিকার ও ট্রান্সফার ব্যবস্থাকে ঘিরে। এখন দেখার বিষয়, ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই বিশাল চ্যালেঞ্জের মুখে কীভাবে সাড়া দেয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝