Dhaka, Wednesday | 6 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 6 August 2025 | English
মান্দায় বিএনপি’র বিজয় র‌্যালি ও সমাবেশ
১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: ড. মঈন খান
মতলব উত্তরে জুলাই আন্দোলনে ৭ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
জুলাই ঘোষণাপত্র পাঠের পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
শিরোনাম:

মান্দায় বিএনপি’র বিজয় র‌্যালি ও সমাবেশ

প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৩:৫৭ পিএম  (ভিজিটর : ৫১)

জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে নওগাঁর মান্দায় বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কয়াপাড়া কামাড়কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে চার মাথার মোড় গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সমাবেশে মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাদলের সঞ্চলনায় ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব  বায়েজিদ হোসেন পলাশ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, এ.কে.এম নাজমুল হক নাজু, সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. কুমার বিশ্বজিৎ, উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এমদাদুল হক, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক সুলতান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহিদুজ্জামান সালেক প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.এ মতীন বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন বলেছেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে বেঈমানি করে, মানুষের আশা-আকাঙ্খা ভুলন্ঠিত করে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে বিএনপির বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করলে দেশে গণতন্ত্র থাকবে না।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ ধ্বংসের জন্য গত ১৭ বছর নানা ষড়যন্ত্র হয়েছে, তবে সফল হয়নি। শত প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা সাহসের সঙ্গে রাজপথে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের রক্তচক্ষু দেখাবেন না।”

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝