| শিরোনাম: |

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসন ও মান্দা থানা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা, ওসি-তদন্ত আব্দুল গণি, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালসহ অন্যান্যরা।
অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ (মান্দা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এফপি/অ