Dhaka, Wednesday | 17 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 December 2025 | English
ভারতীয় ভিসা সেন্টার বন্ধের ঘোষণা
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরব: তারেক রহমান
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
শিরোনাম:

রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ'র সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম  (ভিজিটর : ৪)

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে (বর্ডার গার্ড বাংলাদশ) বিজিবির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ সমাধিতে এই পুস্পস্তবক অর্পণ করা হয়। 

স্বাধীনতার এ বীর সেনানীর সমাধীতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আহসান হাবিব। এরপর রাঙামাটি সদর সেক্টরের পক্ষে পুস্পস্তবক প্রদান করা হয়। এসময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ছিন্নভিন্ন দেহ সমাহিত করা ও সনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিউগলের করুন সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে। এছাড়া বীরশ্রেষ্ঠের আত্মার প্রতি শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আহসান হাবিব দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন।

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে জেলার বীর মুক্তিযোদ্ধাগণ শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ বীরশ্রেষ্ঠের সমাধিতে পুস্তস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করেন।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে বিজয় দিবস উপলক্ষে রাঙামাটিতে নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়।

উল্লেখ্য মহান স্বাধীনতা সংগ্রামে ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বীর দর্পে লড়াই করে শত্রুদের পরাস্ত ও পিঁছু  হটতে বাধ্য করেন তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তাঁর সাহসিকতার কারণে সেদিন প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা প্রাণে বেঁচে গিয়েছিলেন। যুদ্ধের এক পর্যায়ে শত্রুদের ছোড়া মর্টার সেলের আঘাতে চিহ্নভিন্ন হয়ে পড়ে মুন্সী আব্দুর রউফের শরীর। আর এখানেই তাঁকে সমাহিত করেন বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষসাক্ষী স্থানীয় যুবক দয়াল কৃষ্ণ চাকমা। দীর্ঘ ২৬ বছর এক নাগাড়ে তিনি বীরশ্রেষ্ঠের সমাধির দেখভাল করেন। দেশ স্বাধীন হওয়ার পর সরকার মুক্তিযুদ্ধে অসামান্য ও বীরত্বপূর্ণ ভুমিকার জন্য মুন্সী আব্দুর রউফকে সর্বোচ্চ সম্মাননা 'বীরশ্রেষ্ঠ' উপাধিতে ভুষিত করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝