ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের দুইদিন পর দিল্লি এমন পদক্ষেপ নিল।
বার্তা সংস্থা এএনআই-এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই তলবের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ভারতকে ঘিরে একটি মন্তব্য করেছেন। হাসনাত সতর্ক করে বলেছেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়া যেতে পারে।
সূত্র বলছে, ঠিক কী কারণে বাংলাদেশ হাইকমিশনারকে তলব করা হয়েছে সে আভাস পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হাসনাত আবদুল্লাহর মন্তব্যে দিল্লি অসন্তুষ্ট।
গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভারতীয় হাইকমিশনারকে তলব করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে সে বিষয়ে সহযোগিতা কামনা করা হয়। ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও ফেরত পাঠানো নিশ্চিত করারও দাবি জানানো হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আসন্ন সংসদ নির্বাচনে বিঘ্ন ঘটাতে শেখ হাসিনা তাঁর সমর্থকদের উসকানি দিচ্ছেন। ভারত তাঁকে এমন সুযোগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। পাশাপাশি বিচারের স্বার্থে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।
একইদিন একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দিল্লি।
এফপি/এমআই