| শিরোনাম: |

৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে নাটোরের সিংড়ায় এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটির নেতৃত্ব দেন নাটোর-৩ সিংড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় চলনবিল গেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বালুয়াবাসুয়া মোড়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে র্যালিটির শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, যুব বিভাগের উপদেষ্টা আফছার আলী, উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ, সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিজয় র্যালিতে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।
এফপি/অ