Dhaka, Wednesday | 6 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 6 August 2025 | English
মান্দায় বিএনপি’র বিজয় র‌্যালি ও সমাবেশ
১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: ড. মঈন খান
মতলব উত্তরে জুলাই আন্দোলনে ৭ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
জুলাই ঘোষণাপত্র পাঠের পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
শিরোনাম:

কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে চেক প্রদান

প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:১৯ পিএম  (ভিজিটর : ১৭)

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহতদের সম্মিলন অনুষ্ঠিত হয়। এসময় আলোচনায় অংশ নেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এসময় ৬ শতাধিক শহীদ ও আহত পরিবারের মাঝে চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে জুলাই বিপ্লব নিয়ে মঞ্চ নাটক হয়। এসময় শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে শহরে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপির নেতা-কর্মীরা। এরআগে খন্ড খন্ড মিছিল নিয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে জড়ো হয় তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় শহরের সাদ্দাম বাজার থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। এসময় ফ্যাসিজমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝