নেছারাবাদে বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়। নেছারাবাদ শিক্ষা অফিসের শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলা শিক্ষা কর্মকর্তা চিঠির মাধ্যমে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছেন। কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে প্রশ্নে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, অফিসের মেইলে বরখাস্তের আদেশ আসছে। জেলা শিক্ষা অফিস থেকে ফোনে আমাকে জানানো হয়েছে। তবে অফিস টাইমে চিঠি পড়ে জানতে পারব। এর পূর্বে কারণ না জেনে বলা যাবে না।
এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষিকার স্বামী মো: হাফিজুর রহমান বলেন, সহকারি শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন দিয়ে বলেছে আপনার একটা চিঠি আছে। অফিসে এসে নিয়ে যাবেন। তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদের কিছু বলেনি।
তিনি আরো বলেন, বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর কোন সরকারি নির্দেশনা ছিল না বলে আমার স্ত্রী ছবি নামায়নি। পরে, সহকারি শিক্ষকর্মকর্তা দেয়াল থেকে ছবি নামাতে বলেছেন, বিধায় বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে। এখন এতে যদি আমার স্ত্রীর সমস্যা হয় তাতে আমার কোন সমস্যা নেই। এমন কোন পরিস্তিতি হয়নি যে আমার স্ত্রীর চাকরি যাবে। ছবিটি না নামানো বিষয় নিয়ে যদি চাকরি যায়, তাহলে দেশে যে আইন শৃঙ্খলার পরিস্তিতি অবনতি হয়েছে তা বুঝা যায়।
তিনি আরো বলেন, আমার একটা ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষে পড়াশুনা করে। বড় ছেলে একজন মেরিন ইঞ্জিনিয়ার। আমি গত এক বছর পূর্বে সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছি। আমার স্ত্রীর চাকরি বয়স চব্বিস বছর পূর্ণ হয়েছে। আর মাত্র কয়েক মাস পরে তার অবসর হবে। এখন এই পরিস্থিতির মুহূর্তে প্রয়োজনে সেচ্ছায়ও আমার স্ত্রী চাকরি ছাড়তে প্রস্তুত।
এফপি/রাজ