সাতক্ষীরার জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার না করা হলে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বুধবার দুপুরে স্থানীয়রা শহরের মেসলেমা একাডেমি সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, সেক্রেটারী হাফেজ বেলাল হুসাইন, মাওলানা ইয়াহইয়া, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইব্রাহিম হোসেন, স্থানীয় বাসিন্ধা তালিম হোসেন, জয়নুল আবেদিন শামিন,মঞ্জুরুল ইসলাম,জহুরুল হক, নুরুল ইসলাম,আব্দুর রহিম, শিশু আরিফ বিল্লাহ ও আমীর হামজা প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। বৃষ্টির সময় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলার কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে।
১৫ এপ্রিল সাতক্ষীরা পৌরশহরে সরকারি কলেজ রোডসহ ১০টি সড়ক সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মান ভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে ১৭ কোটি ৪৭ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে পৌরসভার প্রায় ৯ কিলোমিটার এই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার পরিচালক মাশরুবা ফেরদৌস।
এর পরে পুরাতন সাতক্ষীরা থেকে সরকারি কলেজ পর্যন্ত অর্ধ কিলোমিটার সড়কের সংস্কারের অংশ হিসেবে সড়ক থেকে পিস তুলে ফেলা হয় এবং সড়কের দু’ধারে ইটবসানোর জন্য গর্তকরা হয়। এর পর থেকে সড়কটিতে আর কাজ হয়নি।
এফপি/রাজ