Dhaka, Monday | 11 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 11 August 2025 | English
পেকুয়ায় ছুরিকাঘাতে হত্যা, আটক ৩
কক্সবাজারে চাঁদাবাজদের কঠোর হুশিয়ারি জেলা প্রশাসকের
ঋতুপর্ণাদের পথ ধরে এশিয়ান কাপের মূল পর্বে সাগরিকা-তৃষ্ণারা
মিথ্যা তথ্যে ‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছরের জেল
শিরোনাম:

মাদারগঞ্জে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় শিক্ষার্থী ও সেবাপ্রার্থীদের দুর্ভোগ

প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৩:৪৮ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৩:৫৫ পিএম  (ভিজিটর : ১৫৯)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

বর্ষা এলেই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ি এলাকার শিক্ষার্থীরা ও ইউনিয়ন পরিষদের সেবাপ্রার্থীরা পড়েন ভোগান্তিতে। একটানা বৃষ্টিপাতে দুটি বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের মাঠটি জলাবদ্ধ হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীরা যেমন শারীরিক অনুশীলন ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ক্রীড়া সংস্কৃতি থেকে। অন্যদিকে সেবা নিতে এসে দুর্ভোগে পড়ছেন ইউনিয়ন পরিষদে আসা লোকজন।

মাঠটির চারপাশে একাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে ৫নং জাহানারা উচ্চ বিদ্যালয়, চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও দুটি ধর্মীয় প্রতিষ্ঠান। এতগুলো শিক্ষা, সেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য একমাত্র মাঠটি হলো চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। কিন্তু বর্ষাকালে সেখানে হাঁটুসমান পানি জমে থাকে, যা দীর্ঘদিন শুকায় না। এতে তৈরি হয় জলাবদ্ধতা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই মাঠে  ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে শিক্ষার্থীরা শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ হারাচ্ছে। যুব সমাজও নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় অংশ নিতে পারছে না।

২০২৩ সালে চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে মাঠে জলাবদ্ধতার  কারণে খেলোয়াড়রা অনুশীলন চালিয়ে যেতে পারছে না।

চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রায়হান বলেন, আমরা স্কুলে আসি, কিন্তু মাঠে পানি থাকায় খেলতে পারি না। ফুটবল অনুশীলনও বন্ধ হয়ে গেছে।

খুদে ফুটবল খেলোয়াড় সিয়াম বলেন, আমাদের এই মাঠেই সব খেলাধুলা হয়। কিন্তু এখন পানি জমে থাকায় তা বন্ধ হয়ে গেছে। এতে আমাদের খেলার মানও নষ্ট হচ্ছে। তাই সরকারের কাছে দাবি আমাদের এই মাঠটা সংস্কার করা হোক।

শিক্ষার্থী অভিভাবক বাবুল সরকার বলেন, ছেলেরা খেলাধুলা করতে না পারায় সারাদিন মোবাইল নিয়ে সময় কাটায়। মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে সবাই আবার খেলায় ফিরতে পারবে।

চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়টি ২০২৩ সালে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতে জামালপুর জেলা তথা মনমনসিংহ বিভাগকে আলোকিত করে। কিন্তু অতি দুঃখজনক যে আমাদের এই বিদ্যালয়ের মাঠটিতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা ব্যহত হচ্ছে। তাই আমি প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই মাঠটি যেন দ্রুত সংস্কার করা হয়।

জোড়খালী ইউনিয়ন জামায়াতের আমীর ও ৫ নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের এই মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাঠের চারপাশে রয়েছে অনেক প্রতিষ্ঠান। এই মাঠটি খেলা উপযোগী মাঠ স্থানীয় শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মাঠে শরীরচর্চা এবং বিভিন্ন খেলাধুলা করে থাকে। কিন্তু অতিবৃষ্টির কারণে মাঠে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত। খেলাধুলা বন্ধ হয়ে গেলে। খেলোয়ারদের খেলার মান নষ্ট হয়ে যাবে। তাই এ মাঠটি অতি তাড়াতাড়ি সংস্কার করার প্রয়োজন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরল আমিন বলেন, সরকারিভাবে বরাদ্দ এলে ৪৪ নং চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সমাধানে মাটি ভরাট করা হবে। সেই সাথে স্থানীয়ভাবে সমাধান করতে ইউএনও স্যারের সাথে কথা বলে কাজ করার উদ্যোগ গ্রহণ করবো।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝