কক্সবাজারে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দ্যা ফিনান্সিয়াল পোস্ট ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শরিফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।
জেলা প্রশাসক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এমন কিছু সময় থাকে যে সময়টা উপভোগ করার ও যেকোন কিছু শেখার সময়। আজকে তোমরা মেধা ও মননে একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, সামনে এমন আরো অনেক পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলোতে সফলভাবে উত্তীর্ণ হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করা হবে তোমাদের প্রধান লক্ষ্য। লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্যা ফিনান্সিয়াল পোস্টের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিয়াম ফাউন্ডেশনের কক্সবাজার শাখার ডাইরেক্টর লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী প্রমুখ।
কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা তাদের আবেগঘন বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মন কাড়ে।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট, সার্টিফিকেট, বই, প্রাইজবন্ডসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর শিক্ষিকা আইরিন আক্তার ও শিক্ষক শাহরিয়ার আজাদ।
অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫ এর এসএসসি পরীক্ষায় মোট ৩৪ জন পরীক্ষার্থী ছিলেন, তাদের মধ্যে ১১ জন এ প্লাস পেয়ে শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ হয়।
এফপি/এমআই