Dhaka, Monday | 1 September 2025
         
English Edition
   
Epaper | Monday | 1 September 2025 | English
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য উপদেষ্টা
কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন: ফরিদা আখতার
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী নিহত
লিটন-সাইফে হেসেখেলে জয় বাংলাদেশের
শিরোনাম:

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ২৫০

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম আপডেট: ০১.০৯.২০২৫ ১:২১ পিএম  (ভিজিটর : ২০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। রোববার (৩১ আগস্ট) গভীর রাতে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় আঘাত হানা ৬.০ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ৫০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। খবর আনাদোলুর।

দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আনাদোলুকে জানান, ভূমিধসের কারণে সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ায় দুর্গত এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। এজন্য আহতদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) দিনগত রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে, মাত্র ৮ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পে কুনারের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে। বিশেষ করে সাওকি জেলার দেবা গুল এবং নুর গাল জেলার মাজার দারা এলাকায় ভূমিধসের কারণে রাস্তাগুলো বন্ধ হয়ে পড়েছে।

আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) লিখেছেন, “দুঃখজনকভাবে আজ রাতের ভূমিকম্পে আমাদের কিছু পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার তৎপরতায় নিয়োজিত আছেন, পাশাপাশি কেন্দ্র ও আশপাশের প্রদেশগুলো থেকে সহায়তা দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মুজাহিদ আরও বলেন, “জীবন বাঁচাতে সব ধরনের সম্পদ ব্যবহার করা হবে।”

ইউএসজিএস আরও জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একই এলাকায় অন্তত দুটি আফটারশক আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৫.২।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝