জামালপুরের মাদারগঞ্জে পড়াশুনা নিয়ে বাবা-মা বকা দেওয়ায় অভিমানে বিষপানে শাকিল (১৪) নামে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী শাকিল ওই এলাকার শাহালী মন্ডলের ছেলে ও পৌর শহরের বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী মোল্লা বলেন, পড়াশুনায় তেমন মনোযোগী ছিলো না শাকিল। এ নিয়ে বাবা শাহালী মন্ডল ও জাহিনুর বেগম বিকেলে তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে ইদুর মারার বিষ গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পর বিষের প্রতিক্রিয়া শুরু হলে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিলের পেটে থাকা বিষ ওয়াশের মাধ্যমে বের করার সময় অবস্থার আরও অবনতি হয়। এতে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করলে পথিমধ্যে শাকিল মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ মুঞ্জুরুল বারী রাকিব জানান, সন্ধা ৬টার দিকে গুরুতর অবস্থায় রোগী শাকিলকে আমার এখানে আনা হয়। আমরা তাকে বাঁচানোর সব চেষ্টাই করেছি। পেটে থাকা বিষ ওয়াশ করে বের করার সময় অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুরে রেফার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/রাজ