Dhaka, Tuesday | 4 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 4 November 2025 | English
বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা
সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি
ইতিহাসের বেদনাবিধুর কালিমালিপ্ত দিন
ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
শিরোনাম:

শ্রীপুরে ৪ হাজার ৫২০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম  (ভিজিটর : ২৭)

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার বিকেলে উপজেল ৪ হাজার ৫২০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে, ১ হাজার ৬০০ জন কৃষককে গম, ১ হাজার ৮০০ জনকে সরিষা,  ৩৫০ জনকে শীতকালীন পেঁয়াজ, ৬৫০ জনকে মসুর, ১২০ জনকে খেসারীর বীজ ও সার বিতরণ করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝