| শিরোনাম: |

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ও খালিশপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স এবং ১০৫ পিস ইয়াবাসহ মোট ২ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে এ অভিযান দুটি পরিচালিত হয়।
কেএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়।
এসময়ে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সি এর বাড়ীর ভাড়াটিয়া আসামী মোঃ আবুল কালাম সরদার (৩৫) এর শয়ন কক্ষের মধ্যে খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত মোঃ আবুল কালাম সরদাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি জেলার ভাংগাদেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে।
গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে কেএমপির অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খালিশপুর থানা পুলিশ গতকাল শনিবার রাতে খালিশপুর হাউজিং এলাকায় অভিযান চালায়। এসময়ে ১০৫ পিস ইয়াবাসহ জয় কাজী ওরফে জুবায়ের (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। সে ফরিদপুর জেলার রতনদিয়া গ্রামের ইসহাক কাজীর ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জানতে চাইলে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মদ বলেন, মাদ্রক নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে পৃথক পৃথকভাবে অভিযান দুটি পরিচালিত হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অ