বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার(২ নভেম্বর) দুপুরে বিজিবি রাঙামাটি সদর সেক্টর এই প্রীতিভোজের আয়োজন করা হয়।
প্রীতিভোজের পূর্বে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব পিএসসি আগত সকল অতিথিদের বরণ করে নেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক, নারী ও শিশু দমন ট্রাইবুনালের জেলা জজ মাহবুব আলম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ আতিয়ার রহমান, জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রীতিভোজের পূর্বে বিজিবি রাঙামাটি সেক্টরের কর্মকান্ড সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ রাইফেল বর্তমানে বিজিবি রাঙামাটি সেক্টরের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালের ১ নভেম্বর। শহরের রিজার্ভ বাজার এলাকায় মারিশ্যা ও কাপ্তাই এই দুইটি ব্যাটালিয়ন নিয়ে প্রতিষ্ঠা লাভ করে এই সেক্টর। এরপর ১৯৭৯ সালে বরকলে ১টি ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘদিন যাবৎ তিনটি ব্যাটালিয়ন নিয়ে এই সেক্টরের কার্যক্রম পরিচালিত হতে থাকে। ১৯৯৪ সালে সেক্টর সদর দপ্তর বর্তমান অবস্থানে ঝগড়ার বিলে স্থানান্তরিত হয়। ১৯৮৮ সালে ছোটহরিণায় এবং ১৯৯৪ সালে রাজনগরে ২টি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে অত্র সেক্টর অরব্যাট এ সংযোজিত হয়। বর্তমানে অত্র সেক্টরের অধীনে ৪টি ব্যাটালিয়ন যথাক্রমে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২৪ মে ২০১৩ তারিখে ওয়াগ্গাছড়া, কাপ্তাই, ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে বরকল, ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে ছোটহরিণা এবং ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২৬ নভেম্বর ২০১৫ তারিখে রাজনগরসহ সীমান্ত এলাকার দায়িত্ব পালন করছে।
এফপি/এমআই