খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত বাতিল করে পূর্বের সিডিউল অনুযায়ী নির্বাচনের দাবিতে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল' ইয়ার্স কাউন্সিল ও স্বতন্ত্র আইনজীবী পরিষদ মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় খুলনা আইনজীবী সমিতির সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। 
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন গত বছরের ৫ আগস্টের পর খুলনা জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি গঠন হয়। এই কমিটির মেয়াদ ছিল গত বছরের ৩১ ডিসেম্বর। কিন্তু অ্যাডহক কমিটির সাধারণ আইনজীবীদের বক্তব্য না শুনে তালবাহানার একটি সাধারণ সভা দিয়ে উক্ত কমিটির মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে নেয়। 
বক্তারা বলেন, তাদের এই সিদ্ধান্ত অনিচ্ছাসত্ত্বেও আমরা মেনে নিয়েছিলাম। তবে পরিতাপের বিষয় হচ্ছে, এক বছর অতিবাহিত হলেও অ্যাডহক কমিটি স্বেচ্ছায় নির্বাচন দিয়ে সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করতে সহায়তা করবেন, কিন্তু তা না করে লোক দেখানো নির্বাচন তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী গত ৩০ অক্টোবর স্বতন্ত্র আইনজীবী পরিষদ মনোনীত আইনজীবীগণ মনোনয়ন পত্র কিনতে নির্বাচন কমিশনের দরবারে বার বার ধর্ণা দিলেও তা পাওয়া যায়নি। উল্টা গত রোববার দুপুর ২টায় স্বৈরাচার ও নয়া ফ্যাসিস্ট ৯৪ জনের স্বাক্ষরিত আবেদনের ভিত্তিতে অ্যাডহক কমিটি সাধারণ সভা ডেকে সাধারণ আইনজীবীদের কোনো বক্তব্য না শুনে নিজেদের ইচ্ছামতো আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত করে অ্যাডহক কমিটির মেয়াদ বর্ধিত করে।
বক্তারা আরো বলেন, ইতোমধ্যে আমরা বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আগামীকাল বুধবার বিকাল ৩টার মধ্যে নির্বাচন স্থগিতাদেশ বাতিল এবং যতাসময়ে নির্বাচন না দেওয়া হলে আমরা পাল্টা আহবায়ক কমিটি গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবো। এছাড়া সমিতি কার্যালয় তালাবদ্ধ করে দেওয়া হবে। 
বক্তৃতা করেন, স্বতন্ত্র আইনজীবী পরিষদের সভাপিত অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, নিহিত কান্তি ঘোষ, বাংলাদেশ ল' ইয়ার্স কাউন্সিলের  কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্নাসহ আইনজীবীবৃন্দ। 
এফপি/অ