Dhaka, Tuesday | 4 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 4 November 2025 | English
ডেঙ্গু কেড়ে নিল আরো ৪ প্রাণ
এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন
আজকের স্বর্ণের দাম
শিরোনাম:

কাহারোলে শুরু হচ্ছে মাস ব্যাপী ঐতিহাসিক কান্তজিউর রাস মেলা

প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:৪০ পিএম  (ভিজিটর : ৪)

পূজা-অর্চনার মধ্যে দিয়ে আজ ৫ নভেম্বর’২৫ বুধবার থেকে মাস ব্যাপী শুরু হচ্ছে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মন্দিরকে ঘিরে মাস ব্যাপী রাস মেলা।

মেলাকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন মেলা কর্তৃপক্ষ। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি। এই মন্দিরকে ঘিরে বুধবার থেকে এক মাস ব্যাপী শুরু হয়েছে এই রাস মেলা। ইতিমধ্যে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। মেলার শুরু থেকে শেষ হওয়ার দিন পর্যন্ত মন্দির ও মেলাটিকে এক নজর দেখার জন্য বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারত এবং বিভিন্ন দেশের পর্যটক ও ভক্তবৃন্দের সমাগম ঘটে মাস ব্যাপী এই রাস মেলায়। এবার এই মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রদর্শনী ও সার্কাস, যাদু এবং মেলাকে আকর্ষণ করে গড়ে তোলার জন্য হরেক রকমের দোকান পাট মন্দির চত্বরে বসানো হয়েছে ।

কার্তিক ও অগ্রহায়ন মাসের পূর্ণিমায় প্রতি বছরের মতো এ বছরও পূর্ণিমা রাত্রী ১২ টা ১ মিনিটে রাঁধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেধিতে পূঁজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়। মেলায় রাঁধা-কৃষ্ণের বিগ্রহকে এক নজর দেখা এবং পাপ মোচন করে পুণ্যের  আশায় বিভিন্ন স্থান থেকে হাজারও নারী-পুরুষ ও ভক্তবৃন্দের আগমন ঘটেছে মেলা শুরু হওয়ার ২-৩ দিন পূর্বে থেকে। ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলায় বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

আজ বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে মাস ব্যাপী মন্দির চত্বরে রাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসাবে দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের সভাপতি মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে থাকবেন দিনাজপুর পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন। বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল ৪ নভেম্বর’২৫ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ দিকে দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝