Dhaka, Wednesday | 3 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 3 September 2025 | English
ডাকসু নির্বাচন নিয়ে ফুলকোর্টে শুনানি আজ
জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য জরুরি: রিজওয়ানা হাসান
কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেফতার
অনলাইনে নাগরিক সেবা দিতে ইউএনও চালু করলেন লোহাগাড়া ডট কম
শিরোনাম:

অনলাইনে নাগরিক সেবা দিতে ইউএনও চালু করলেন লোহাগাড়া ডট কম

প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪ এএম  (ভিজিটর : ৫৮)

লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে “আমার লোহাগাড়া ডটকম” ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন লোহাগাড়া নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

১ সেপ্টেম্বর সকালে ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নাগরিকদের সেবা নিশ্চিতকরণে তথ্য-প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। “আমার লোহাগাড়া ডটকম”এর মাধ্যমে যেসব সেবাসমূহ পাওয়া যাবে সেগুলো হল অনলাইন নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, প্রত্যয়নপত্র, ভিজিডি/ভিজিএফ কর্মসূচির প্রত্যয়ন, ইউনিয়ন পরিষদের সকল প্রকার প্রত্যয়নপত্র ও আবেদন প্রভৃতি।

তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরদেরকে ওয়েবসাইট ব্যবহারে দক্ষ করে তোলা হয়েছে। এতে সেবা প্রদান হবে যথাসময়ে এবং নির্ভূল ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা ও থাকবে। এহেন মহতী উদ্যোগ আগামীতে লোহাগাড়াকে একটি স্মার্ট ও সেবাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝