কক্সবাজারের রামু উপজেলা রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া পাঞ্জেগানা- সোনাইছড়ি রাস্তা থেকে ১লাখ ৩০হাজার ইয়াবা সহ এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে পুলিশ অবস্থানকালে আবু তাহের নামক যুবককে ১লাখ ৩০হাজার পিস ইয়াবাসহ একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করেন পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবু তাহের (২৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলীর সুলতান আহমদের ছেলে বলে জানা যায়।
আটকের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে রামু সেনা ক্যান্টনমেন্ট রাস্তা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে বলে একটি গোয়েন্দা তথ্য ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে মাদক সহ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এফপি/এমআই