Dhaka, Wednesday | 3 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 3 September 2025 | English
লোহাগাড়া দরবেশ হাট ডিসি সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
ডাকসু নির্বাচন নিয়ে ফুলকোর্টে শুনানি আজ
জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য জরুরি: রিজওয়ানা হাসান
কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেফতার
শিরোনাম:

পিরোজপুরে বিএনপি’র কাউন্সিলে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল স্থগিত

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৫ এএম  (ভিজিটর : ৯)

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের পর অনুষ্ঠিত ভোট গণনার সময় হট্টগোল ও কিছু ব্যালট পেপার  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে শহরের শিল্পকলা একাডেমীতে এ ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে।

ভোট গণনার সময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা জানান, বিকেলে সুষ্ঠভাবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরদের মধ্যে ৪৮২ জন ভোট প্রদান করেন। এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনার এক পর্যায়ে সেখানে উপস্থিত কিছু নেতাকর্মীরা হট্টগোল শুরু করে। এরপরই তা অডিটরিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় কিছু ভোট দেওয়া ব্যালটগুলো ছিনতাই করে নিয়ে যায় কয়েকজন। এরপরে বন্ধ হয়ে যায় নির্বাচনের ফলাফল ঘোষণা।

দীর্ঘদিন রাজনীতিতে অনুপস্থিত সদর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী মহিউদ্দিন মল্লিক নাসির আওয়ামী লীগ ও জামায়াতের লোকদের কমিটিতে স্থান দিয়েছেন এ অভিযোগে হট্টগোল শুরু হয়েছিল বলে বিএনপি সূত্রে জানা গেছে। 

এ বিষয়ে পিরোজপুরে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে সামান্য হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝