Dhaka, Wednesday | 3 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 3 September 2025 | English
লোহাগাড়া দরবেশ হাট ডিসি সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
ডাকসু নির্বাচন নিয়ে ফুলকোর্টে শুনানি আজ
জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য জরুরি: রিজওয়ানা হাসান
কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেফতার
শিরোনাম:

লোহাগাড়া দরবেশ হাট ডিসি সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৯ পিএম  (ভিজিটর : ৭)

চট্টগ্রামের লোহাগাড়ার গুরুত্বপূর্ণ একটি সড়ক দরবেশ হাট ডিসি সড়ক। লোহাগাড়া সদর থেকে শুরু হয়ে সড়কটি যুক্ত হয়েছে পার্বত্য বান্দরবান জেলার কয়েকটি উপজেলা। বর্ষা মৌসুম নামার পর থেকে বৃষ্টির পানি জমে ১৫ কিলোমিটারের সড়কটিতে কয়েক কিলোমিটারের অসংখ্য খানাখন্দে ভরে গেছে। ফলে প্রতিদিন ছোট, বড় দুর্ঘটনাসহ শিক্ষার্থী, রোগী ও নিয়মিত যাতায়াতকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিতে চলাচলকারী রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসের যন্ত্রাংশ। ফলে নষ্ট গাড়ি মেরামত করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে চালকদের।

সরেজমিন দেখা যায়, সড়কটির দরবেশহাট, হোসাইনা পাড়া, নেওয়াজের টেক, এমচর হাট বাজার, মাস্টারপাড়া টার্নিং, গৌড়স্থান লাকী পাড়া, নয়াবাজার, গজালিয়া দিঘির পাড়, মনিরের টেক ও হাসনা ভিটাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় পিচ উঠে গেছে, ছড়িয়ে-ছিটিয়ে আছে ইট-পাথর। এইসব জায়গায় যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।  ভয়ে অনেক গাড়ি থেকে যাত্রী নেমে হেঁটে যাচ্ছে। বড় গর্তের কারণে যানবাহনগুলো খুব ধীরগতিতে চলছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সড়কের এই বেহাল দশা। প্রতিদিন গাছ, বাঁশ ও বালুভর্তি শত শত ট্রাক চলে এ সড়কে। ধারণক্ষমতার চেয়ে বেশি লোড নিয়ে সড়কে গাড়ি চলার কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় শিক্ষার্থী দিপু বলেন, বাড়ি থেকে আমার কলেজের দূরত্ব ১২ কিলোমিটার। বাড়ি থেকে বের হয়ে কলেজে পৌঁছাতে  আগে যেই সময় লাগতো এখন তার চেয়ে দ্বিগুণ সময় বেশী সময় লাগে। আর ভয় লাগে কখন দুর্ঘটনার শিকার হই।

উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির বলেন, সড়ক সংস্কার কাজের টেন্ডার হয়েছে, ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত কাজ শুরুর ব্যবস্থা করে হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝