রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ থেকে ১৮ মে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কনফারেন্স ও কার্নিভাল। যেখানে প্রায় ৩৫০ এর অধিক বিজ্ঞানী এবং গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন। তরুণ বিজ্ঞানীরা উপস্থাপন করতে যাচ্ছেন নতুন নতুন গবেষণা আইডিয়া এবং বাংলাদেশে বিজ্ঞান উন্নতিকল্পে থাকছে বিজ্ঞান বিতর্ক। রাঙামাটিতে প্রথমবারের মতো আয়োজিত এই কনফারেন্সে দেশ-বিদেশের বিপুল সংখ্যক বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার (১৩ মে) সকালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আতিয়ার রহমান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, স্বাস্থ্য ও কৃষিতে ইনোভেশন বিষয়ে বাংলাদেশে যে গবেষণা হচ্ছে সেগুলোর ফলাফল উপস্থাপন, তার প্রায়োগিক সম্ভাবনা এবং নতুন বিজ্ঞানীদের সম্পৃক্ত করার এই মিশনের দ্বিতীয় এবং তৃতীয় দিনে ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও কনফারেন্সের তৃতীয় দিনে নবীন বিজ্ঞানীদের জন্য থাকছে বায়োসাইন্স কার্নিভাল যেটিকে রিসার্চ আইডিয়া কনটেন্ট, প্রেজেন্টেশন, ডিবেট ফর সাইন্সের মতো অনবদ্য এবং অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে। পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা দেশজ চিকিৎসার সাথে যুক্ত ট্রেডিশনাল চিকিৎসকদের গল্পও থাকছে কার্নিভালে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের অনুষদের ডিন সূচনা আক্তার, বিজ্ঞান অনুষদের ডিন ধীমান শর্মা, ফরেস্ট্রি অ্যান্ড এনভারয়নমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, প্রক্টর মো. সাদ্দাম হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
এফপি/এমআই