জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইয়াবাসহ আটক মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনায় আবু সাইদ (৩৫) নামে বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।
এর আগে সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পশ্চিমপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু সাইদ ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি চরপাকেরদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ জানান, সরকারি কাজে বাঁধা দেয়া ও পুলিশকে আঘাত করার অভিযোগে দায়েরকরা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারি নাছির চিকুসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, পুলিশের কাজে বাঁধা বিএনপি নেতা দিতে পারেন না। এটা তার অধিকার নেই। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) রাতে ৩৩ পিস ইয়াবাসহ নাছির চিকু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তাকে থানায় নেয়ার পথে চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা জোর করে হাতকড়ার চাবি কেড়ে নিয়ে নাছিরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ হামলায় দু’পুলিশ সদস্য আহত হয়। পরে তাদেরকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সরকারি কাজে বাঁধা দেয়া ও পুলিশকে আঘাত করার অভিযোগে আটজনের নাম উল্লেখ এবং ৬০ থেকে ৭০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব আল মাহফুজ।
এফপি/রাজ